কাশ্মীরে কিশোর হত্যা : সেনাবাহিনীর ক্ষমা প্রার্থনা

মাথাভাঙ্গা মনিটর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে দু কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, সেনাবাহিনী ভুল করে একটি গাড়িতে গুলি করে, যেখানে ওই দু কিশোর ছিলেন। এ ভুলের জন্য তারা ক্ষমা প্রার্থী। গণমাধ্যমে দু কিশোরের মৃত্যু দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য সেনাবাহিনীর উত্তরাঞ্চলের প্রধান ডিএস হুদা নিজে শ্রীনগরে যান। গত শুক্রবার রাতে জেনারেল হুদা সাংবাদিকদের বলেন, কাশ্মীরে দু কিশোরের হত্যার দায় আমাদের। স্বীকার করছি আমরা ভুল করছি। একটি শাদা গাড়িতে সন্ত্রাসীরা রয়েছে- আমাদের কাছে এরকম একটি তথ্য এসেছিলো। নিশ্চিত ভাবেই এক্ষেত্রে গাড়িতে আসলে কারা আছে সেটা বুঝতে আমাদের ভুল হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল হুদা। সোমবার একটি গাড়িতে করে শ্রীনগরের উপকণ্ঠে ঘুরতে বের হয়েছিলো ওই দু কিশোর। ভারতীয় সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। সচরাচর ভারতীয় সেনাবাহিনীকে এতো দ্রুত ক্ষমা প্রর্থনা করতে দেখা যায় না। দু কিশোরের হত্যাকাণ্ড নিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় পত্রিকাগুলোর অভিমত, এ উত্তেজনা প্রশমিত করতেই সেনাবাহিনী এতো দ্রুত ক্ষমা প্রার্থনা করেছে। পত্রিকার খবর অনুযায়ী গাড়িটিতে ৩২টি গুলি আঘাত করেছে। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গাড়িটিতে গুলি করা হয়েছিলো।