১৪৮ আরোহী নিয়ে ফ্রান্সে জার্মান বিমান বিধ্বস্ত

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ১৪৮ আরোহী নিয়ে জার্মান এয়ারলাইনের একটি এয়ারবাস বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের সীমানায় ডিজনির কাছাকাছি আলপ্স পবর্তমালায় একটি স্কি রিসোর্টের কাছে জার্মানউইংস এয়ারবাস এ-৩২০ প্লেনটি এ দুর্ঘটনায় পড়ে। বার্সেলোনা থেকে ডাসেলডর্ফ যাচ্ছিলো প্লেনটি। ফ্রান্সের বিমান কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন। ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিধ্বস্ত হওয়া প্লেনটি স্বল্প ব্যয়ের বিমান কোম্পানি জার্মানউইংসের। প্লেনটিতে ১৪২ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউই বেঁচে নেই। সূত্র জানায়, বিমানটি ১০টা ৪৭ মিনিটে দুর্ঘটনা সংকেত পাঠিয়েছিলো। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এক বিবৃতিতে তিনি বলেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনায় কেউই বেঁচে নেই বলেই মনে করা হচ্ছে। দুর্গম একটি জায়গায় এটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়ে ওঁলাদ বলেন, বিমানটি বার্সেলোনা থেকে ডাচেলডোর্ফের দিকে যাওয়ার সময় ফ্রান্সের দক্ষিণাংশে বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের কারণ কি তা এখনো জানা যায়নি। বিমানটিতে জার্মান যাত্রীই বেশি ছিলো বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনভ বলেন, ইতোমধ্যে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে।