রাস্তার পাশে রাখা ট্রাকে বাঁশ লোড : মোটরসাইকেল আরোহী আরএফএল’র দু কর্মকর্তা দুর্ঘটনার কবলে : গুরুতর জখম

স্টাফ রিপোর্টার: রাস্তার পাশে ট্রাকে তোলা বাঁশের সাথে ধাক্কা মেরে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের নতুন দরবেশপুর উকিরপাড়া মসজিদের নিকট এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজনই আরএফএল কোম্পানির বিক্রয় বিভাগের কর্মকর্তা। এদের মধ্যে সাতক্ষীরা আশাসুনির বড়দল গ্রামের মাহাফুজুর রমানের ছেলে আরিজুর ইসলাম (২৮) ব্যবস্থাপক। আর শৈলকুপার সালাউদ্দীনের ছেলে রমজান আলী আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি। দুজনই মেহেরপুর থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়ে দুর্ঘটনার শিকার হন। আহত দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রমজান আলীর উরুর মধ্যে বাশ গেঁথে গেছে। পায়ে বাঁশের আগা গেঁথে গেছে আরিজুলের পায়ে।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহতদের পাশে থাকা লোকজন বলেছেন, রাস্তার পাশে ট্রাক রেখে তাতে বাঁশ লোড করা হচ্ছিলো। বাঁশ ট্রাকে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশের সাথে ধাক্কা মেরে আহত হন আরোহী ও চালক।