হত্যা মামলায় খালাস পেলেন মোবারক

মাথাভাঙ্গা মনিটর: ২০১১ সালে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের গুলি করে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক। ক্ষমতাচ্যুত সাবেক সামরিক শাসক মোবারকের বিরুদ্ধে দেশজুড়ে ২৩৯ জনকে হত্যা এবং ১ হাজার ৫৮৮ জনকে গুরুতর আহত করার অভিযোগে মামলাটি হয়েছিলো। গতকাল শনিবার রাজধানী কায়রোর একটি আদালত মোবারকের বিরুদ্ধে এ মামলা খারিজ করে তাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেন। রায় ঘোষণার পর আদালতকক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন মোবারক অনুসারীরা। একই মামলায় এর আগে দোষী সাব্যস্ত হওয়া মোবারক ছাড়াও প্রশাসনের শীর্ষ আরো সাত জন কর্মকর্তাকেও অব্যাহতি দিয়েছেন আদালত। প্রায় ৩০ বছর ধরে মিসরের ক্ষমতা দখল করে থাকা হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে ২০১১ সালের শুরুর দিকে ব্যাপক গণবিক্ষোভ হয়। আন্দোলনের মুখে ওই বছর ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন মোবারক। তবে তার পদত্যাগের আগে প্রায় তিন সপ্তা ধরে চলা আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ওই সময় মিসর জুড়ে প্রায় আট শতাধিক মানুষ নিহত হয়। ২০১২ সালের জুনে প্রথমবার এ মামলার রায় ঘোষণা করা হয়। সে সময় মোবারক, তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং আরো ছয় শীর্ষ কর্মকর্তাকে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিলো এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিলো।