ভেনেজুয়েলায় অতিরিক্ত ওষুধে ৩৫ আসামির মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভেনেজুয়েলার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বারকুয়িসিমেতোর উরিবানা কারাগারে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে ৩৫ আসামির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির সরকার দলীয় আইনপ্রণেতা উইলিয়াম ওজেদার বরাত দিয়ে এ খবর জানিয়েছে একটি সংবাদমাধ্যম। কারাগারের ভেতরের পরিস্থিতি নিয়ে অভিযোগরত কারাবন্দীরা পরিস্থিতি উন্নতির দাবিতে আন্দোলন করছিলো। এরই এক পর্যায়ে কারা হাসপাতালে হামলা চালায় তারা। কারা হাসপাতালের দখল নেয়ার পর বন্দীরা অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, হাইপারটেনশনের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ ১৩ জনের মৃত্যুর কথা জানালে এ ঘটনা প্রথম প্রকাশ পায়। পরবর্তী সময়ে আরো ২২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো ১০০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওজেদা।