সংগ্রামী ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক ইউপি চেয়ারম্যান আবু কাইজার মাস্টারের ইন্তেকাল : শোক

কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গার অন্যতম ভাষাসৈনিক, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং কুড়ুলগাছি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু কাইজার মাস্টার (৯৫) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন। এলাকার প্রিয় শিক্ষক, ৩ বারের চেয়ারম্যান, জনপ্রিয় রাজনীতিবিদ আবু কাইজার মাস্টারের মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর নামাজে জানাজা শেষে বেদনাবিধূর পরিবেশে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মরহুম আবু কাইজার ১৯৫৬ সালে, ১৯৭৪ সালে ভাইস এবং ১৯৮৬ সালে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এছাড়া তিনি শিক্ষকতা পেশার ধারাবাহিকতায় ১৯৮৮ সালে কুড়ুলগাছি হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি প্রথমদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী ভাষা সৈনিক আবু কাইজার মাস্টারের মৃত্যুতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবারের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, বিএনপি নেতা আবু হানিফ, আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আ. ওহেদুজ্জান, শিক্ষক রুহুল আমিন, সামসুল হক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।