শিশু হত্যার দায়ে পাকিস্তানে একজনের ফাঁসি কার্যকর

 

মাথাভাঙ্গা মনিটর: এগার বছর আগে এক শিশুকে হত্যার দায়ে এক তরুণের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান সরকার। এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার ভোরের ঠিক আগে করাচি জেলে শাফকাত হুসাইন নামের ওই তরুণকে ফাঁসিতে ঝোলানো হয়। তার আগে সোমবার মধ্যরাতে তার সাথে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়। আইনজীবীরা দাবি করে আসছিলেন, শাফকাতের বিচার শুরুর সময় তার বয়স ছিলো ১৪ বছর। তার স্বীকারোক্তি আদায় করা হয়েছিলো নির্যাতন চালিয়ে। অবশ্য কর্তৃপক্ষ বলে আসছে, ২০০৪ সালে হত্যাকাণ্ডের সময় শাফকাতের বয়স ২৩ বছর ছিলো। ২০০৪ সালে করাচির একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে এক শিশুকে অপহরণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় শাফকাতকে। ওই ভবনে দারোয়ানের কাজ করতেন শাফকাত। বয়স নিয়ে বিতর্ক এবং নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগের কারণে মামলাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে।