শিশুদের লেখাপড়ার জন্য ঘরে বন্দি না রেখে খেলাধুলার সুযোগ দিন

চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: শিশুদের লেখাপড়ার জন্য ঘরে বন্দি না রেখে খেলাধুলার সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। গতকাল রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, সকল শিশুর শারীরিক ও মানসিক পরিবর্তনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ থাকতে হবে। তা না হলে শিশুরা শারীরিক ভারসাম্যহীনতায় ভুগবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সদর ক্লাস্টার) নাসির উদ্দিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, ডা. ফকির মোহাম্মদ, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও এসএমসি’র সদস্যগণ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাবিনা কুল। এর আগে সকালে “শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উদ্বোধক চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মারুফা আক্তার ও শারমিন সুলতানা।