লাহোরে গির্জায় বোমা হামলায় নিহত ১৪

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের লাহোর নগরীর একটি খ্রিস্টান এলাকার দুটি গির্জার কাছে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও আরো ৬৪ জন আহত হয়েছেন। রোববারের প্রার্থনার ব্যস্ততম সময় নগরীর ইউহানাবাদ এলাকার ক্যাথলিক এবং ক্রাইস্ট চার্চে এ হামলা দুটি চালানো হয়। স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। বিস্ফোরণের সময় মানুষ প্রার্থনায় অংশ নিতে গির্জায় যাচ্ছিলো। তাই ওই এলাকাটি জনাকীর্ণ ছিলো। পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রায়ই উগ্রপন্থি জঙ্গিদের হামলার শিকার হয়। পাকিস্তান তালেবানের একটি শাখা জামাতুল আহরার এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা হামলাকারীরা এ হামলা চালিয়েছে। তবে পুলিশ তাদের বক্তব্য নিশ্চিত করেনি। স্থানীয় এক খবরে বলা হয়, এ হামলার সাথে জড়িত সন্দেহ উপস্থিত জনতা এক ব্যক্তির ওপর হামলা চালায়। ২০১৩ সালে পাকিস্তানের পেশোয়ারের একটি গির্জায় এক ভয়াবহ বোমা হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারান।