মেহেরপুর বুড়িপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি আটক

 

স্টাফ রিপোর্টার: অবৈধ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া পথে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত পরশু বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত বিজিবির টহলপার্টির অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় খলিল ও সাহেব নামের দুই যুবককে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্তে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।

বিজিবি জানায়, ঝিনাইদ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের কুদ্দুন মণ্ডলের ছেলে খলিল মণ্ডল (২১) ও পোতাহাটি গ্রামের আলীম শেখের ছেলে সাহেব আলীকে (২২) আটক করা হয়। আটককৃতরা চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেহেরপুর বাজিতপুর বিওপির বুড়িপোতা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে ধরা পড়ে। পরে মেহেরপুর সদর থানায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে আটককৃতদের বিরুদ্ধে হাবিলদার ফোরকান আলী বাদী হয়ে মামলাসহ মামলাসহ সোর্পদ করা হয়েছে।