মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে দর্শনা ও মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

 

দর্শনা অফিস: প্রতিবেশী দেশ মায়ানমারে মুসলিম জনগোষ্ঠির ওপরে সে দেশের সরকারি বাহিনী পরিকল্পিতভাবে বর্বরোচিত নির্যাতন ও হত্যা চালাচ্ছে। মুসলমানদের হত্যা এবং নির্যাতন বন্ধের দাবিতে দর্শনাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দর্শনার সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যকালে বক্তারা বলেছেন, অবিলম্বে এ হত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোকে এক কাতারে দাঁড়িয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বক্তব্য দেন, দর্শনা রেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি মুফতি গোলাম কিবরিয়া, মাও শমসের আলী, মাও আব্দুল মালেক, মুফতি মাও হাফিজ, মাও হাদিসুর রহমান, মাও মুনজুর আহম্মেদ, আবুল বাশার, হাজি আব্দুল জলিল, সাজিদুল ইসলাম সুজন ও দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির দফতর সম্পাদক মিজানুর রহমান।

মুন্সিগঞ্জ থেকে নূর আলী মোল্লা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় মানববন্ধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার যুব সমাজের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি মেম্বার ওহিদ আলী মোল্লা, শিক্ষক আবু কুহাক, সুজন আলী, খলিলুর রহমান, হিরো প্রমুখ। বক্তারা বলেন, মুসলিম রোহিঙ্গিরা আমাদের ভাইবোন। অবিলম্বে তাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বক্তরা সে দেশের সরকার ও নির্যাতনকারীদের ধিক্কার জানান।