মেহেরপুরে এক ইটভাটা মালিক ও ২ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে এক ইটভাটা মালিক ও ২ ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুর অফিস: ইটভাটায় কাঠ পোড়ানো ও পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে মেহেরপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিককে ৫ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তা ব্যবহারকারী দুব্যক্তির নিকট থেকে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম ওই রায় দেন।
মো. নূর-ই আলম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইঊনিয়নের রাজাপুর গ্রামের বদরুলের ইটভাটায় অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর দায়ে মালিক বদরুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া বারাদী বাজারের দুই ব্যবসায়ী পাটের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় তাদের আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পাট আধিদফতরের পরিদর্শক মহাসিন শিকদার সেখানে উপস্থিত ছিলেন।