মির্জা সুলতান রাজা ছিলেন গণমানুষের অকৃত্রিম বন্ধু ও বর্ষিয়ান রাজনীতিবিদ

দামুড়হুদার ছয়ঘরিয়ায় জাতীয় নেতা মির্জা সুলতান রাজার প্রথম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভায় বক্তারা

 

দর্শনা অফিস: বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা মির্জা সুলতান রাজার প্রথম মৃত্যুবার্ষিকী, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভার সভাপতিত্ব করেন আ.লীগ নেতা ফকির মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র আ.লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান। স্মরণসভায় বক্তারা বলেন, মির্জা সুলতান রাজা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি এ অঞ্চলের অবহেলিত জনপদ ও মানুষের সুখ দুঃখের সাথী। যে মানুষটি এলাকাবাসীর কল্যাণ ছাড়া নিজের কথা ভাবেনি, সে মানুষটিকে আজ স্মরণ করতে স্মরণ অনেকেরই। বর্ষিয়ান এ নেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করি। সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আ.লীগ নেতা আসাদুজ্জামান লিটু, আ. আজিজ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুর রহমান, অ্যাড. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, রেজাউল করিম, হারুন অর রশিদ, আ. রাজ্জাক, আমির হোসেন, মোজাহারুল ইসলাম, হাতেম মণ্ডল, মোমিনুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, ওমর আলী, ফরিদ আহম্মেদ, যুবলীগ নেতা আসাদুল ইসলাম, আক্তারুজ্জামান, মিল্টন, রিপন, সিরাজ, শাহীন, ছাত্রলীগ নেতা নিশান তরফদার প্রমুখ। আ.লীগ নেতা মুন্সি সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত স্মরণসভায় দোয়া পরিচালনা করেন মাও. আবুজার গিফারী।