মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রস্তুতিসভায় সিদ্ধান্ত হয় ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জমায়েত এবং মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ স্মৃতিসৌধে গমন ও সংক্ষিপ্ত আলোচনাসভার। ২৬ মার্চ সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনসহ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ৭টায় জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ৮টায় শহীদ হাসান চত্বরে একই সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন। সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামশুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান বিয়ষক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌসওয়ারা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম-আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা শ্রমিক লীগের আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন ম-ল, যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বীন আজাদ সুস্তির, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহমুদ, কলেজ ছাত্রনেতা সোয়েব রিগান, জিম, সোহেল, শিমুল ও অয়ন।