ভারতের সর্বোচ্চ মিনার হচ্ছে হাওড়ায়

মাথাভাঙ্গা মনিটর: ভারতের সবচেয়ে উঁচু মিনার ফতেহপুর বুর্জকে ছাড়িয়ে নতুন সর্বোচ্চ মিনার তৈরি হতে যাচ্ছে কলকাতার অদূরে হাওড়ায়। পাঞ্জাবের ফতেহপুর বুর্জের উচ্চতা ৩২৮ ফুট। আর হাওয়ার নতুন মিনারের উচ্চতা হবে ৪০০ ফুট। এর নাম রাখা হয়েছে পঞ্চদ্বীপ মিনার। গত সোমবার বিকেলে এ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরুপ রায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হাওড়ার পৌর করপোরেশন এবং পঞ্চদ্বীপ কনস্ট্রাকশন যৌথভাবে নির্মাণ করছে এ মিনার। এতে খরচ পড়বে প্রায় ২০ কোটি রুপি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মিনার ‘কুতুব মিনার’র উচ্চতা ২৩৯ ফুট এবং কোলকাতার ‘শহীদ মিনার’র উচ্চতা ১৫৭ ফুট।