বিয়ের বাজার নিয়ে ফিরতে বিলম্ব কেন দেখতে বেরিয়ে দুর্ঘটনার কবলে বর : অনিশ্চয়তায় বিয়ে

 

স্টাফ রিপোর্টার: বিয়ের কেনা কাটায় খালাতোভাই বাজারে দেরি করছে কেন? তা দেখতে মোটরসাইকেল নিয়ে ছুটতে গিয়ে বর পড়েছে দুর্ঘটনার কবলে। ভেঙেছে বাম পা। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা সদরের পিরোজখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ফলে গতরাতে বিয়েই পড়ে অনিশ্চয়তার মধ্যে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিয়ে হয়েছে কি-না তা নিশ্চিত করে জানা না গেলেও চুয়াডাঙ্গা পৌর এলাকা কুলচারার গ্রাম্য ভেটেরিনারি চিকিৎসক ইউনুচ আলী ওরফে জনি (২৩) গতকাল দুপুরের পর থেকেই বিয়ের জন্য ছিলেন উদগ্রিব। রেজাউল হকের ছেলে জনির সাথে পার্শ্ববর্তী কুশোডাঙ্গার এক মেয়ের বিয়ের পাক্কা কথা হয়। গতরাতেই বিয়ের কথা ছিলো। ফলে বিকেলে ইউনুচ তার খালাতো ভাইকে বিয়ের বাজার করতে পাঠায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অথচ খালাতো ভাই বিয়ের বাজার নিয়ে ফিরছে না। কেন? তা জানতে একটি মোটরসাইকেল নিয়ে ছুটতে শুরু করে। পিরোজখালী মোড়ে র্পৌছুতেই অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আছড়ে পড়ে গুরুতর আহত হয় জনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হলেও বিয়ে কি গতরাতে হয়েছে তার? জানা সম্ভব হয়নি।