অ্যানার্জি ড্রিংকসের বোতলে রাখা কীটনাশক পানে মা-মেয়ে হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: অ্যানার্জি ড্রিংকসের বোতলে রাখা কীটনাশক পানে ১০ মাস বয়সী শিশু কন্যাসহ তার মা শ্যামলী এখন হাসপাতালে। গতপরশু শনিবার বিকেলে উদীয়মান ক্ষিরাচাষি রিপন গ্রামেরই দোকান থেকে কীটনাশক কিনে অ্যানার্জি ড্রিংকস স্প্রিডের বোতলে করে নিয়ে বাড়ি ফেরেন। রাখেন জানালার পাশে। বিকেলে না বুঝে শ্যামলী খাতুন তার কোলের শিশুর মুখে তুলে দেন। নিজেও গলায় ঢেলে বুঝতে পারেন, বড় ভুল হয়ে গেছে। স্প্রিড নয়, কীটনাশক পান করেছে। বাড়ির লোকজন জানার পর মা-মেয়ে দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার ছুটিপুর গ্রামের রিপন তরুণ চাষি। তার রয়েছে ক্ষিরার ক্ষেত। গ্রামের মিনারুলের দোকান থেকে তরল কীটনাশক কেনেন। অ্যানার্জি ড্রিংকসের বোতলে করে কীটনাশক নিয়ে বাড়ি ফিরে রিপন তার ঘরের জানালার পাশে রাখেন। কাজে বাইরে গেলে স্ত্রী শ্যামলী মনে করেন, ওই স্প্রিড মেয়ের জন্যই এনেছে স্বামী। কোলের শিশু সন্তানের মুখে পর পর দু মুটকি তুলে দিয়ে নিজেও মুখে দেন। ভুল করে বিষপানের বিষয়টি বাড়ির লোকজনকে জানালে তাদের বকতে বকতে নেয়া হয় হাসপাতালে। গতকাল রোববার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মা-মেয়ে দুজনই এখন অনেকটা আশঙ্কমুক্ত, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরতে আরো কয়েকদিন লাগতে পারে।