পৌর কাউন্সিলরদের আন্দোলনে স্থবির জীবননগর পৌরসভার দৈনন্দিন কার্যক্রম

জীবননগর ব্যুরো: পৌরসভার কাউন্সিলরদের মাসিক সম্মানিভাতা বৃদ্ধিসহ কেন্দ্র ঘোষিত ৮ দফা  দাবিতে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের আহ্বানে আন্দোলনের অংশ হিসেবে গত বুধবার থেকে জীবননগর পৌরসভার ১২ জন কাউন্সিলর পৌরসভা বয়কট করেছেন। একই সাথে নেমেছেন কলম বিরতিতে। গত ৫ দিনে পৌর কাউন্সিলরদের আন্দোলনের ফলে পৌর সভার দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বিঘœ সৃষ্টি হয়েছে। নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ গুরুত্বপূর্ণ কাগজ না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পৌর নাগরিকরা।

জীবননগর পৌর কাউন্সিলর আবুল কাশেম জানান, কাউন্সিলরদের ন্যায্য ৮ তফা দাবির মধ্যে ‘ক’ শ্রেণির পৌরসভার কাউন্সিলরদের মাসিক সম্মানিভাতা ৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা, ‘গ’ শ্রেণির পৌরসভার কাউন্সিলরদের সম্মানিভাতা ৭ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা ও ‘গ’ শ্রেণির পৌরসভার কাউন্সিলরদের সম্মানিভাতা ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। তিনি তাদের ন্যায্য এ দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।