পাকিস্তানের তৈরি ড্রোন হামলায় ৩ সন্ত্রাসী নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের তৈরি ড্রোন বুররাক দিয়ে চালানো অভিযানে দেশটির উপজাতি অধ্যুষিত শাওয়াল উপত্যকায় তিন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এই প্রথম বুররাক দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর। বুররাক পাকিস্তানের তৈরি হামলার কাজে ব্যবহৃত প্রথম ড্রোন। আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিম সালিম বাজওয়া জানান, শাওয়াল উপত্যকার একটি বাড়ির চত্বরে এ হামলা চালানো হয়েছিলো। এ নিয়ে বিস্তারিত তথ্য পরে দেয়া হবে বলেও উল্লেখ করা হয়। চলতি বছরের ১৪ মার্চে দূরনিয়ন্ত্রিত ড্রোন বুররাক এবং লেসার গাইডেড ক্ষেপণাস্ত্র বুররাক’র পরীক্ষা চালানো হয়। আর এর মধ্যদিয়ে ড্রোন সংক্রান্ত প্রযুক্তি অর্জনের পথে আরো এগিয়ে যায় পাকিস্তান। এর আগে এ প্রযুক্তি সরবরাহের জন্য আমেরিকার সাথে অনেক দেন-দরবার করেছে পাকিস্তান। তিরাহ উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযানে বুররাক পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো সংবাদপত্রে এর আগে খবর প্রকাশিত হয়েছে।