নাইজেরিয়ায় ৪ দফা বোমা হামলায় নিহত ৫০

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মাইদুগুরি শহরে ৪টি বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার না করলেও এ হামলায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত থাকার আভাস পাওয়া গেছে। শনিবার দুপুরের দিকে একটি মটরযানে করে এসে বোমা হামলা চালায়। মাইদুগুরিরর পশ্চিমে বাগা রোডের মাছের বাজারে ওই মটরযানকে ঢুকতে বাধা দেয়ার পরপরই এ বোমা হামলা হয় বলে জানান ওই বাজারের এক ব্যবসায়ী। আরেকটি বোমা হামলা হয় রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়ের কাছে একটি বাস স্টেশনে। এভাবে শহরে ৪টি বোমা হামলা হওয়ার কথা জানান রাষ্ট্রীয় এক পুলিশ কমিশনার। তবে চতুর্থ বোমা হামলার স্থান এবং ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। বর্নো রাজ্যের হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা বিস্ফোরণস্থল থেকে ৫০টি মৃতদেহ পাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন। হামলায় ৩৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।