দৌলতপুরে মৎস্য খামার দখলের ষড়যন্ত্র : অর্ধকোটি টাকার মাছ হরিলুট!

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেলিগাংদিয়া গ্রামে একটি কুচক্রী মহল একটি মৎস্য খামার দখলের চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ওই চক্রটি মৎস্য খামারের মালিককে জোর করে ধরার পর একটি মিথ্যা চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছে। ফলে খামার মালিকের প্রায় অর্ধকোটি টাকার মাছ হরিলুট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার তেলিগাংদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান কাজল ভাষাগাড়ি বিলের ২০ বিঘা জমি দীর্ঘমেয়াদী ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্যচাষ করে আসছে। এ বছর সেখানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের মাছের পোনা ছাড়া হয়েছে। যা থেকে প্রায় কোটি টাকা মূল্যের মাছ উৎপাদন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সম্প্রতি একটি কুচক্রীমহল ওই খামারটি কয়েকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ২৮ জুলাই পুর্ব পরিকল্পনা অনুযায়ী বিলের ধারে খামার মালিক মিজানুর রহমান কাজলের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিজানুর রহমান কাজলকে তারা জোরপূর্বক ধরে থানায় চাঁদবাজির মামলা দিয়ে জেলহাজতে পাঠায়। মিজানুর রহমান কাজলের স্ত্রী রোজিনা খাতুন জানান, ওই কুচক্রীমহলের সদস্য হাবলু তার চাঁদবাজির মামলায় উল্লেখ করেন যে, অনুমান ৩ মাস পূর্বে থেকে তাদের কাছে আমার স্বামী ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু এ ব্যাপারে তারা এতোদিন থানায় কোনো অভিযোগ বা জিডি করেনি কেন? তিনি আরো জানান, আমাদের আত্মীয়স্বজন সবাই দেশের বাইরে থাকে। এ সুযোগটি কাজে লাগিয়ে ওই মহলটি তাদের মৎস্য খামারটি দখলে নেয়ার যড়যন্ত্রের অংশ হিসেবে তার স্বামীকে এ মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। ফলে সেখানে কোন লোকজন না থাকায় খামারের সমস্ত মাছ হরিলুট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।