দিল্লি মেট্রোরেলে চড়লেন মোদী

মাথাভাঙ্গা মনিটর: দিল্লির মেট্রোরেলে চড়ে মুগ্ধ হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শনিবার রেলে চড়ে দক্ষিণ-পশ্চিম দিল্লি থেকে দোয়ার্কা যাওয়ার পথে এক টুইট বার্তায় তার এ ভালো লাগার কথা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন জাতীয় গোয়েন্দা একাডেমী উদ্বোধন করতে পশ্চিম দিল্লির দোয়ার্কার দিকে রওয়ানা হন মোদী। এ সময় তার সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছিলেন। এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মেট্রোরেলে করে কোথাও গেলেন। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে জনগণের যে ভোগান্তি হবে, সেটি এড়াতেই মেট্রোকে বেছে নিয়েছেন মোদী। রেলে চড়ার পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, শ্রীধরনজি সবসময়ই আমাকে মেট্রোরেলে চড়ার জন্য বলতেন। আজ আমার সেই সুযোগ হলো। আমি ভ্রমণটা সত্যিই খুব উপভোগ করছি। শ্রীধরন দিল্লি মেট্রোরেল করপোরেশনের সাবেক প্রধান কর্মকর্তা, যিনি মেট্রো ম্যান হিসেবে সমাদৃত।