জনকল্যাণের কোরাম ছাড়াই পকেট কমিটি গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কোরাম পূরণ না হওয়া স্বত্ত্বেও একটি পকেট কমিটি গঠন করে বাড়ি বাড়ি ঘুরে উপস্থিতির স্বাক্ষর করে কোরাম পূরণ দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মিসেস হালিমা হক। তিনি বলেছেন, গত ২৫ মে জনকল্যাণ সংস্থার সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়। ২৫ জন সাধারণ সদস্যের মধ্যে সভায় সর্বজনাব ওয়ালিউর রহমান মালিক, জিল্লুর রহমান, আব্দুস সালাম, মুসাব আলী, শাহাবুল হক, মহাসিন মিনা, ছাহেরা খাতুন, মমতাজ পারভীন, শাহনাজ শিরিন, হারুন অর রশিদ, আলাউদ্দিন উমর ও আব্দুল হালিম সশরীরে উপস্থিত হন। ১২ জনে কোরামপূর্ণ হয় না। অথচ সাবেক সম্পাদক নির্বাহী পরিচালক নূরুল ইসলামের স্বার্থ সিদ্ধির জন্য সভা আহ্বান করে কোরাম ছাড়াই পকেট কমিটি গঠন করে এখন অর্থের বিনিময়ে সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে উপস্থিতির স্বাক্ষর নেয়া হচ্ছে। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থিই শুধু নয়, আবারও অর্থ আত্মসাতেরও পাঁয়তরা।