দামুড়হুদায় জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, সংগীতা সাস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাস, এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশের দামুড়হুদা উপজেলা ফিল্ড অফিসার মাহবুবুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা প্রমুখ। সভায় আগামী ১৭ মার্চ সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিসহ এমপির ব্যক্তিগত উদ্যোগে জেএসসি এবং জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসটি গত বছরের ন্যায় যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।