দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ও পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, মেডিকেল অফিসার ডা. একরামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম প্রমুখ। দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষক ছিলেন ইউনিসেফের চুয়াডাঙ্গা জেলা নিউট্রেশন অফিসার রুমানা শারমিন। অনুষ্ঠানে আগামী ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৪৯১ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-১৫ মাস বয়সী ২৩ হাজার ৮৬০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. একরামুল হক।