দামুড়হুদায় ইটভাটায় হামলা মামলায় একজনকে গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইটভাটায় হামলার ঘটনায় বকুল (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মহির উদ্দীন ম-লের ছেলে। গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক জেলাহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, ইটভাটায় হামলার সাথে জড়িতদের চিহিৃত পূর্বক গ্রেফতার অভিযান অব্যহত আছে। উল্লেখ্য, গত সোমবার রাতে দামুড়হুদার কোষাঘাটাস্থ সিবিএম এবং বিল্ড নামক ২ টি ইটভাটায় অজ্ঞাত দূর্বৃত্তরা হামলা চালিয়ে মঙ্গল নামের এক পোড়ায়মিস্ত্রিসহ মোট ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের মধ্যে রক্তাক্ত জখম মঙ্গলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা জিকজাক ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান নান্নু বাদি হয়ে গত মঙ্গলবার অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।