দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে কাফনের কাপড়সহ দাফন সামগ্রী : শ্যামপুরে কোরআন শরিফ ও লাল শালু

 

জিনের আর গুজব :প্রতারণার ফাঁদে দুটি পরিবার

দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার শ্যামপুর ও ঈশ্বরচন্দ্রপুরের দুটি পরিবারে বিরাজ করছে চরম আতঙ্ক। জিনের আছরের গুজব ছড়িয়ে প্রতারকচক্র পেতেছে প্রতারণার ফাঁদ। শ্যামপুরের যুদ্ধর বাড়িতে রাখা হয়েছে পবিত্র কোরআন শরিফ ও লাল শালু।ঈশ্বরচন্দ্রপুরের ইমরানের বাড়িতে কাফনের কাপড়সহ দাফনে ব্যবহৃত সরঞ্জাম ফেলে রেখে গেছে প্রতারকরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের আঁধারে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর বিজিবি ক্যাম্পপাড়ার আমজাদ মণ্ডলের ছেলে ইমরান হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে কে বা কারা একটি পরিপূর্ণ কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি, কপ্পুর, সাবান ও নিমপাতা প্যাকেট ভর্তি করে রেখে যায়। গতকাল শুক্রবার সকালে প্যাকেট খুলে দাফনে ব্যবহৃত এসব সরঞ্জাম দেখে পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে জিন আতঙ্ক। একই রাতে শ্যামপুরের আমজাদ মল্লিকের ছেলে শফিকুল ইসলাম যুদ্ধর বাড়ির সীমানা র‌্যালিঙের সাথে পবিত্র কোরআন শরিফ ও লাল শালু ঝুলিয়ে রাখে। এ ঘটনায় দুটি পরিবারের পক্ষ থেকে জনৈক এক কবিরাজের দিকে অভিযোগের তীর ছুড়ছে। তবে কবিরাজের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এ ঘটনায় দুটি পরিবারের সদস্যরাসহ আশপাশ এলাকার অনেকেই বলছেন এটি জিনের কাজ। কিন্তু এ ধরনের কাণ্ড শুধু প্রতারকচক্রইকরতে পারে বলে সচেতনমহল মনে করছে।