আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামে স্বামী পরিত্যক্তা মহিলার আত্মহত্যা

 

মোমিনপুর/ঘোড়দাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামে পিতার ওপর অভিমান করে স্বামী পরিত্যক্তা এক কন্যাসন্তানের জননী নার্গিস আক্তার ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, খাসবাগুন্দা গ্রামের মোস্তফার মেয়ে স্বামী পরিত্যক্তা ১ কন্যাসন্তানের জননী নার্গিস আক্তার (২৫)গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার কারণ সম্পর্কে গ্রামের একাধিক ব্যক্তি জানায়, স্বামীর সাথে সাংসারিক অশান্তির কারণে নার্গিস আক্তার তার স্বামীকে গত ৭ মাস আগে তালাক দিয়ে পিতার বাড়িতে বসবাস করে আসছিলো। এলাকায় জনশ্রুতি রয়েছে বেশ কিছুদিন আগে নার্গিস অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গোপনে অন্য একটি জায়গা থেকে অবৈধভাবে তার গর্ভপাত ঘটানো হয়। সেকারণে নার্গিস আত্মহত্যা করেছেন বলে অনেকেই জানায়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই অচিন্ত্য লাশ উদ্বার করে সুরোতহাল রিপোর্ট করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৭টার দিকে গ্রামে তার দাফন করা হয়।