দর্শনাকে উপজেলা করণের দাবিতে এবার মাঠে নেমেছে যুবসমাজ

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা করণের দাবিতে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে আন্দোলনের ঝড় উঠেছে। এ আন্দোলনে মিলেছে ব্যাপক সাড়া। এবার উপজেলা করণের দাবিতে মাঠে নেমেছে কাঙ্খিত এলাকার যুবরা। এলাকাবাসীর দাবি উপজেলা বাস্তবায়নের জন্য দর্শনায় করা হয়েছে পরিকল্পনাসভা। গত বুধবার বিকেলে কেরুজ চিনিকলের অতিথি ভবনে অনুষ্ঠিত পরিকল্পনাসভায় উপস্থিত ছিলেন, দর্শনাসহ ৭টি ইউনিয়নের যুব প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, হাবিবুর রহমান বুলেট, শাকিল আহম্মেদ, টিপু, কিতাব আলী, টিটো খান, সাংবাদিক আওয়াল হোসেন, এনামুল হক শাহ ইনু, ইকবাল হোসেন, সাজ্জাদ, হাসমত মাস্টার, শামীম, শাহীন, মাহবুবুর রহমান মুকুল, রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, ব্রাইট প্রমুখ। সভায় দর্শনাকে উপজেলা করণের আন্দোলনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি, বেগমপুর, তিতুদহ ও দর্শনা পৌর এলাকার সুধিসমাজের প্রতিনিধিদের সাথে মতিবিনিময় নিজ নিজ খরচে ব্যানার লেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, স্কুল-কলেজ, বিভিন্ন গ্রাম কমিটি, সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক, ক্লাব ও পলিশিং কমিটিসহ সকল সংগঠনের সদস্যদেরকে নিয়ে দর্শনা উপজেলা আন্দোলনে যাতে অংশ নেয় সে বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য কাজ করবে যুবসমাজ।