ঝিনাইদহে ৩৯ টাকা কেজি দরে ২৬৭২ মেট্রিকটন চাল কিনবে সরকার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে চলতি মরসুমে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে এ চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমানসহ চালকল মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা খাদ্য বিভাগ জানান, চলতি মরসুমে ৬টি উপজেলার ৬০জন মিলার ৩৯ টাকা কেজি দরে ২ হাজার ৬শ’ ৭২ মেট্রিকটন চাল সরবরাহ করবে।