ঝিনাইদহের অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপের বর্ণাঢ্য র‌্যালি

ঝিনাইদহ প্রতিনিধি: ‘মাদককে না বলি, বাল্যবিবাহকে রোধ করুন, দুর্নীতিকে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপ, ঝিনাইদহে’র ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘ফ্রেন্ডশীপ ক্যাম্প’ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন এ ফ্রেন্ডশীপ ক্যাম্প’র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ রোভার স্কাউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। বাংলাদেশ স্কাউট ঝিনাইদহ জেলা সম্পাদক মহিউদ্দিন, ঝিনাইদহ অগ্রণীমুক্ত স্কাউট গ্রুপের জেলা সভাপতি মুন্সি মো. আবু জাফর, ঝিনাইদহ জেলা রোভার সম্পাদক ফিরোজ আল হাসান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ঝিনাইদহে’র ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘ফ্রেন্ডশীপ ক্যাম্প’ আয়োজনের মূল উদ্দেশ্য ঝিনাইদহ জেলাসহ অন্যান্য জেলার স্কাউট দল ও রোভার দলের সাথে সম্প্রতীর বন্ধন গড়ে তোলা। ক্যাম্পের অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে উল্লেখযোগ্য জেলা সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁওসহ বিভিন্নজেলা। বক্তারা আরও বলেন যে কোন বয়সের যে কেউ এখানে সদস্য লাভ করতে পারবেন।