জীবননগর সুটিয়ার মিষ্টি বিক্রেতা খলিলসহ তার পরিবারের ৫ দিনেও খোঁজ মেলেনি

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর শহরের মিষ্টি বিক্রেতা সুটিয়ার খলিলুর রহমান (৪৬) ওরফে খলিল পরিবার পরিজন নিয়ে নিখোঁজ রয়েছেন। গত ২৩ জুলাই হতে খলিল তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাতের আঁধারে বাড়ি ছাড়ে। এনজিও ঋনের জালে জড়িয়ে কিস্তি দিতে ব্যর্থ হয়ে সে পরিবার নিয়ে বাড়ি ছেড়েছে বলে এলাকাবাসী প্রাথমিকভাবে জানিয়েছে।

সুটিয়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে খলিলুর রহমান জীবননগর বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী। প্রতিদিন সে বাড়িতে মিষ্টি বানিয়ে বাক কাঁধে নিয়ে সাইকেলে চড়ে জীবননগরে মিষ্টি বিক্রি করতে আসে। প্রতিবেশী দিপক কুমার জানান, সদালপি খলিল এলাকার বেশ কয়েকটি এনজিও হতে নিজের ও স্ত্রীর নাম ঋণ গ্রহণ করেন। এছাড়াও সে লাভ্যাংশ দেয়ার নাম করে গ্রামের ১৭ জনের নামে এনজিও হতে প্রায় ৪ লাখ টাকাত ঋন নেয়। এ ঋন পরিশোধে সে ব্যর্থ হলে এনজিও ও প্রতিবেশীদের চাপ বাড়তে থাকে। টাকা পরিশোধে ব্যর্থ খলিল এক পর্যায়ে দিশেহারা হয়ে গত শনিবার স্ত্রী নাহার বানু ও দুই সন্তান নিয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। খলিলের এ ঘর পালানো খবরে এনজিওসহ গ্রামের লগ্নিকারী ১৭ জন দিশেহারা হয়ে পড়েছে। গত ৫ দিন ধরে তারা খলিলের বাড়িতে এসে ধর্ণা দিলেও তার কোনো সন্ধান না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানা গেছে।