জীবননগর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আবারও মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

SAMSUNG CAMERA PICTURES

 

জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য মোহা. আলী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হতে জীবননগর উপজেলায় কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনঃবিবেচনার দাবিসহ অবিলম্বে জীবননগর ডিগ্রি কলেজকে জাতীয়করণে সরকারের নিকট দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রভাষক ইঊনূছ আলী, প্রভাষক সাইফুল ইসলাম, কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মিঠুন মাহমুদ, সোনিয়া জান্নাত ও দ্বাদশ শ্রেণির ছাত্র সাইদুর রহমান। কলেজের সহকারী অধ্যাপক সুবোধ কুমার অধিকারী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক উদ্দিন জালাল, প্রভাষক জামানুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান, প্রভাষক মশিয়ার রহমান, প্রভাষক খায়রুল বাশার, প্রভাষক রবিউল ইসলাম বাচ্চু, প্রভাষক আল হাসান মো. আব্দুস সালাম, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক ফরহাদ হোসেন, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক মতিয়ার রহমান, প্রভাষক আসমা খাতুন, প্রভাষক কেএম লায়লা পারভীন, প্রভাষক আমিনুল ইসলাম তারেক, অফিস সহায়ক নজরুল ইসলাম, আব্দুল মান্নান, রনি আহম্মেদসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।