জীবননগর বকুণ্ডিয়ায় রাস্তা নির্মাণে ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর বকুণ্ডিয়া গ্রামের সোলিং রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বকুণ্ডিয়া ইউপি সদস্য ফুলজান খাতুন এলাকাবাসীর বাধা অমান্য করে এ নির্মাণকাজ শেষ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গ্রামবাসী একটি লিখিত অভিযোগ পেশ করেছে।

অভিযোগে জানা গেছে, জীবননগর হাসাদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বকুণ্ডিয়া গ্রামের খালেক মোল্লার বাড়ির সামনে থেকে জলিল ড্রাইভারের বাড়ি পর্যন্ত ২১৮ ফুট সোলিং রাস্তা নির্মাণে দায়িত্বরত সংরক্ষিত আসনে মহিলা মেম্বার ফুলজান খাতুন নিম্নমানের ইট, বালি, ব্যবহার ও পর্যাপ্ত পরিমাণ ইট, বালি, পানি, ব্যবহার না করে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছে। এ সময় এলাকাবাসী রাস্তা নির্মাণে বাধা দিলে এলাকাবাসীকে তোয়াক্কা না করে ঢিলেঢালাভাবে নির্মাণকাজ শেষ করে চলে যান ওই ইউপি সদস্য।

এলাকাবাসী এ অনিয়ম ও দুর্নীতির বিরূদ্ধে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেছেন বলে জানা গেছে।