জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

জাসদ নেতা সায়েম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসি

 

স্টাফ রিপোর্টার: জাসদ নেতা সাংবাদিক আবু সায়েমের হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গা জেলাব্যাপি অবস্থান ধর্মঘট পালন করা হয়। জেলা জাসদ এ কর্মসুচির ডাক দেয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক চত্বরে উপজেলা জাসদ এ কর্মসুচির আয়োজন করে। জেলা জাসদ নেতা হাজি হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন। তিনি বলেন, পুলিশ সাংবাদিক আবু সায়েমের হত্যাকারীকে গ্রেফতার করলেও হত্যার পরিকল্পনাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ছায়েমের হত্যাকারী ঘাতক রাজীবকে রিমান্ডের নামে পাগল সাজিয়ে হত্যার পরিকল্পনাকারীদের বাঁচানোর জন্য জীবননগর থানা পুলিশ ষড়যন্ত্র করে যাচ্ছে। পুলিশ সাংবাদিক সদরুল নিপুল হত্যাকারীদের আজও বিচারের আওতায় আনতে পারেনি। তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ছায়েমের হত্যা মামলাটি সিআইডি’র নিকট হস্তান্তরের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। কিন্ত কেন? কার ভয়ে। জীবননগর থানার ওসি চোরাকারবারীদের নিকট থেকে কাড়ি কাড়ি টাকা নেয়। শুধু কি এ জন্যই পুলিশ তাদের মন রাখতে মামলা সিআইডি’র কাছে ছেড়ে দিয়ে দায় এড়াতে চাই। আগামী ১ সপ্তাহের মধ্যে হত্যা পরিকল্পনাকারীদের গ্রেফতার না করলে জীবননগরে বড় সমাবেশের ডাক দেয়া হবে এবং এর দায়ভার জীবননগর পুলিশ প্রশাসনকে নিতে হবে। এ সময় তিনি থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা উপজেলা জাসদের আহ্বায়ক আবুল হোসেন মণ্ডল, বেগমপুর ইউনিয়ন জাসদ সভাপতি ডা. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলি সুজন, তিতুদহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন জাসদের সভাপতি আ. আজিজ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা জাসদের দপ্তর সম্পাদক আসির উদ্দিন কলম, জেলা জাসদ নেতা লাভলু রহমান, পৌর জাসদ নেতা আবুল হাশেম, শফিউদ্দিন, সদর উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জাসদ জীবননগর উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম হত্যার রহস্য উদঘাটন এবং হত্যার পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান ধর্মঘাট পালন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থান ধর্মঘটে উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সম্পাদক মনির উদ্দিন মনি, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম, উপজেলা জাসদের সহসভাপতি রমজান আলী, পৌর জাসদের সহসভাপতি আহাদ আলী, সাংগঠনিক সম্পাদক মানুয়ার, পৌর জাসদের সম্পাদক কাউন্সিলর ডালিম হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- জাসদ নেতা বাবু, ডা. হামজা, রাহুল, মিলন, হোসেন, মহরম, আ. সাত্তার, মঙ্গল, সেন্টু, তরিকুল, ফাকের আলী, ছাত্রলীগ নেতা ইলিয়াছ প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাসদ নেতা সাংবাদিক সায়েম হত্যারহস্য উন্মোচনের দাবিতে জাসদের পক্ষ থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। অবস্থান ধর্মঘট শেষে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল, সাংবাদিক আওয়াল হোসেন, জাসদ যুবফ্রন্ট দর্শনা পৌর সভাপতি আলমগীর হোসেন মিল্টন, জাসদ নেতা জাকির হোসেন, রফিকুল ইসলাম, রেজাউল করিম পিটু, ডাবলু হাশেম, হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা জাসদ নেতা সাংবাদিক সায়েম হত্যা রহস্য উন্মোচনসহ নেপথ্যের মূলহোতাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের জীবননগর উপজেলা যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সমকাল জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েম হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জীবনগর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। উপজেলা জাসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু অবস্থান ধর্মঘটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অবস্থান ধর্মঘট শেষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম ও সাংবাদিক আতিয়ার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জাসদ নেতা রাজু আহম্মেদ, হযরত আলী, রেজাউল ইসলাম ডিটু, মিলন মল্লিক, নিজাম উদ্দীন, জামির হোসেন প্রমুখ।