জীবননগর আন্দুলবাড়িয়ার শিক্ষক মোল্লা মানিরুজ্জামানের ইন্তেকাল

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার কুলতলা গ্রামের সকলের পরিচিত মুখ অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্লা মানিরুজ্জামান ওরফে সুন্দর মোল্লা গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। পরিবারের সদস্যগণ জানান, সুস্থ শরীরে আন্দুলবাড়িয়া বাজার থেকে বাড়ি ফিরে রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব করার পর তিনি আকস্মিক মৃত্যুর কোলে ঢুলে পড়েন। গতকাল শুক্রবার বেলা ৩টায় কুলতলা ঈদগা ময়দানে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৬ মেয়ে, নাতিনাতকুঁড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে মরহুমের আকস্মিক মৃত্যুতে আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়িয়া বাজার কমিটির সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, লতিফ ট্রেডার্সের মালিক আব্দুল লতিফ বিশ্বাস ও সাংবাদিক নারায়ণ ভৌমিক মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।