জীবননগরে দুর্নীতি বিরোধী আলোচনাসভায় পৌর মেয়র জাহাঙ্গীর আলম

 

জনপ্রতিনিধিদের দুর্নীতি বন্ধে লাগাম টেনে ধরতে হবে

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা মিলনায়তনে জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ দুর্নীতি বিরোধী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তার রয়েছে। আমাদের দেশ পর পর কয়েক বার দুর্নীতিতে বিশ্বের র্শীর্ষে অবস্থান করেছে। বর্তমান সরকারের সদিচ্ছার কারণে আমরা সেই অবস্থান থেকে সরে আসতে পেরেছি। দুর্নীতে আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। তিনি বলেন, তার পৌরসভাসহ জনপ্রতিনিধিদের দুর্নীতি বন্ধে লাগাম টেনে ধরতে হবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনাসভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিরর সাংবাদিক আতিয়ার রহমান, কাউন্সিলর আফতাব উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি ও পরীছন বেগম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু এ সভা পরিচালনা করেন। এছাড়াও এ দিন জীবননগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে সততা সঙ্ঘের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।

সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠকালে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সহসভাপতি উম্বত আলী, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ ও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক।