জামিন বাতিল : গ্রেফতার হতে পারেন ভারতের রাধে মা

মাথাভাঙ্গা মনিটর: মুম্বাইয়ের আদালতে অন্তর্বর্তীকালীন জামিন বাতিল হয়ে যাওয়ায় গ্রেফতার করা হতে পারে স্বঘোষিত গড ওম্যান রাধে মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়েতে পণ দিতে বাধ্য করেছিলেন বিতর্কিত এই ধর্মগুরু। এ সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত সপ্তায় রাধে মায়ের বিরুদ্ধে বিয়েতে পণ দিতে বাধ্য করার অভিযোগ আনেন এক নারী। তার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন রাধে মায়ের প্ররোচনায় তার পরিবারকে পণ দিতে বাধ্য করে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাধে মা। এছাড়াও গুজরাতে ৭ জনকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার ওপর। অন্তর্বর্তীকালিন জামিন বাতিল হয়ে যাওয়ায় রাধে মাকে গ্রেফতার করা হতে পারে বলে বলেও খবরে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। স্বঘোষিত ধর্মগুরু রাধে মা’র বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ রয়েছে। নিজেকে সানি লিওনের ভক্ত হিসেবে দাবি করা এই গড ওম্যানের বিরুদ্ধে বলিউডের আইটেম গানের সাথে নাচার অভিযোগ ওঠে। সম্প্রতি তার মিনি স্কার্ট পরা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্বল্প বসনা হয়ে সোফায় শুয়ে ও বিদেশে শপিং মলে খোলামেলা ছবি তোলেন তিনি। শুধু তাই নয় আরো বিস্ফোরক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতের সংবাদমাধ্যমের খবর, পুরুষ ভক্তদের একেবারে কোলে ওঠে তাদের আদরও করেন রাধে মা। তিনি অবশ্য ওসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটাই তার ঈশ্বরকে কাছে ডাকার উপায়।