সিরিয়ায় বাজারে বিমান হামলা : নিহত ৮০

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ডুমা শহরে একটি বাজারে সরকারি বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছেন। শহরটি রাজধানী দামেস্কের নিকটবর্তী। হামলায় আরো ২০০ মানুষ আহত হয়েছে। সরকারি বাহিনীগুলো প্রায়ই বিদ্রোহী নিয়ন্ত্রিত ডুমায় হামলা চালায়। গত কয়েক মাসে বেশ কয়েকবার শহরটিতে বিমান হামলা চালানো হয়। এ সময় হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলার অভিযোগ রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। সর্বশেষ এ হামলায় ৮০ জন নিহত হওয়ার ঘটনা ঘটলো। মানবাধিকার কর্মীদের পাঠানো ছবিতে দেখা যাচ্ছে, হামলার পর বাজারটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাজারের পাশের বাড়িগুলোও বোমার আঘাতে বিধ্বস্ত। এ সময় আশপাশের গাড়িগুলোও আগুনে পুড়ে যায়।