চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার বীর মুক্তিযোদ্ধা যুগল সরদারের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের মুক্তিপাড়ার বীর মুক্তিযোদ্ধা যুগল সরদার ভূইমালী মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল সোমবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮৫ বছর। যুগল সরদার ভূইমালীর পারিবারিক সদস্যরা জানান, চুয়াডাঙ্গা হরিজন সম্প্রদায়ের মুক্তিপাড়ার স্বর্গীয় সতীশ সরদারের ছেলে যুগল সরদার ভূইমালী। তিনি দীর্ঘদিন অ্যাজমাজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ করে যুগল সরদারের অ্যাজমারোগ গতকাল সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসা দেয়ার আগেই তিনি মারা যান। তিনি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ে ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে যুগল সর্দ্দার ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বিকেলে তার মৃতদেহ রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার জন্য পুরাতন পাবলিক লাইব্রেরি চত্বরে নেয়া হয়। সেখানে জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আবু হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলেই ১ মিনিট নীরবতা পালন করেন। পরে এএসআই আনারুল ইসলামের নেতৃত্বে পুলিশ লাইনের একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক, তার পরিবারের সদস্যসহ পাড়ার অনেকে উপস্থিত ছিলেন। পরে তালতলা শ্মশানে তার সৎকার্য সম্পন্ন করা হয়।