চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদে চড়–ইভাতি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ফেসবুক ভিত্তিক আঞ্চলিক ভাষা চর্চার সংগঠন চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদে চড়–ইভাতি অনুষ্ঠিত হয়েছে। ‘ভাষায় আঞ্চলিকতা দোষের নয়, আমাদের ভাষার হবে ক্ষয়’ এ স্লোগানকে বুকে লালন করে গতকাল শনিবার দিনব্যাপী জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী জমিদারবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো সকালে নাস্তা, আঞ্চলিক ভাষায় বক্তব্য, সাপের খেলা, দুপুরের খাবার, যাদু খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি।
চড়–ইভাতি কেন্দ্র করে সকাল থেকেই সদস্যরা উপস্থিত হতে থাকেন। যতোদিন গড়াই ততোই সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের আগেই সকল সদস্যের পদচারণায় অনুষ্ঠানের অন্যরকম আমেজ লক্ষ্যে করা যায়। যেন এক মিলন মেলায় রূপ নেয়। উপস্থিত অনেকেই অভিন্নভাবে বক্তব্য দিতে গিয়ে বলেন, আঞ্চলিক ভাষা চর্চা করা দোষের কিছু নাই, বরং গৌরবের। আঞ্চলিকতা ভুলে গেলে আপনই আপনার শেখড় ভুলে যাবেন। তাই আসুন আমরা বেশি বেশি আঞ্চলিক ভাষা চর্চার করি। এডমিন মডেরেটরদের অথিতেয়তাই মুগ্ধ হয়ে উপস্থিত সদস্যরা বলেন সাপ খেলা যেমন গ্রামীণ ঐতিহ্যের কথা মনে করে দিয়েছে, ঠিক তেমনই যাদু খেলা অনুষ্ঠানের ভীন্নতা সৃষ্টি করেছে। আর আঞ্চলিক ভাষার বক্তব্য যখন শুনছিলাম তখন মনে হচ্ছিলো নিজ গ্রামের মানুষের কথা শুনছিলাম। তাই মাঝে মধ্যেই এ ধরনের আয়োজন করলে আঞ্চলিকতা অখুন্ন থাকবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়, তাই এই সংগঠন সৃষ্টি করা। কারণ এখানে সদস্যরা মনখুলে আঞ্চলিক ভাষা চর্চার করার সুযোগ পাচ্ছে।