দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশে শিক্ষকদের পদযাত্রা

স্টাফ রিপোর্টার: দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার শিক্ষকরা প্রস্তুতিমূলকসভা করেছেন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জীবননগরের কাশেম আলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আবু সালেহ, ওসমান গনিসহ জেলা সেক্রেটারি দামুড়হুদার মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন বকুল। শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিলো। সেই মোতাবেক গত জুলাই থেকে বেতন চালুর কথা। কিন্তু এমপিওভুক্তির নামে টালবাহানা শুরু করেছে মন্ত্রণালয়। এ মুহূর্তে আন্দোলন ছাড়া উপায় নেই। দ্রুত সময়ের মধ্যে সারাদেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে চান ভুক্তভোগী শিক্ষকরা। এ জন্য ওইদিন সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সংগঠনটি। ওইদিন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য জেলার সকল নন-এমপিও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানার জন্য ০১৭১২২৩০৮৪৩ ও ০১৭১৪৫৫৭২৮৬ নম্বর মোবাইলফোনে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।