চুয়াডাঙ্গায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের নিয়মতি করার দাবিতে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: বিএডিসির অনিয়মিত শ্রমিকদের নিয়মতি করার দাবিতে খুলনা বিভাগীয় বাংলদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেড়ারেশনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সোমবার চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিক ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ইউনুস খান রাজু। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বাংলাদেশ কৃষিফার্ম ফেডারশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের কার্যকরি কমিটির সদস্য ও দত্তনগর খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন মিলন, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মেহেরপুরের বাড়াদী বীজ উৎপাদন খামারের সভাপতি আলতাফ হোসেন, চিৎলা বীজ উপাদন খামারের সভাপতি আব্দুস সাত্তার, ঝিনাইদহের সাধুহাটি বীজ উৎপাদন খামারের সভাপতি আনারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার দফতর সম্পাদক সোহেল জোয়ার্দ্দার, মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ সভাপতি স্বপন, মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণের সদস্য সেলিম রেজা ও রেজাউল ইসলাম, ধান বীজ ভুট্টা বীজ উৎপাদন কেন্দ্রের সদস্য হাফিজুর রহমান প্রমুখ।