চুয়াডাঙ্গায় ওষুধের দোকানসহ চারটি দোকানে ডাকাতি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে দুটি ওষুধের দোকানসহ চারটি দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার ঘটেছে। গত শনিবার রাত সোয়া তিনটার দিকে এ ডাকাতি হয়। মুখোশধারী ডাকাতদল ধারালো অস্ত্রের মুখে প্রায় ২০ হাজার টাকাসহ আটটি মোবাইলফোন ও মালামাল ডাকাতি করেছে।

ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ডাকাতির কবলে পড়া দোকানগুলো হচ্ছে- মামুন মেডিকেল হল, খান মেডিকেল হল, বিপ্লব টি স্টল ও শহীদ রবিউল হক সড়কের বাবু ইলেকট্রিক ওয়ার্কসপ। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান গত রোববার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ৭/৮ জনের মুখোশধারী ডাকাতরা অস্ত্রের মুখে দোকানে জোরপূর্বক প্রবেশ করে এবং টাকাসহ মোবাইলফোন ও মালামাল লুট করে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান খান জানান, ডাকাতি নয়, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।