চুয়াডাঙ্গার কালীভাণ্ডারদহে নবজাতকের মৃতদেহ নিয়ে কৌতূহল : মাটিচাপা

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের কালীভাণ্ডারদহে নবজাতকের মৃতদেহ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার গ্রামের কমিউনিটি হাসপাতালের নিকটস্থ পুকুরপাড়ে খেলতে গিয়ে একদল কিশোর নবজাতকের মৃতদেহ দেখে চমকে ওঠে। বিষয়টি জানার পর স্থানীয়দের কয়েকজন নবজাতকের মৃতদেহ মাটিচাপা দেন।

কমিউিনিটি হাসপাতালের পরিচালক আব্দুল্লাহসহ স্থানীয়দের অধিকাংশেরই অভিমত, কোনো এক প্রসূতির সন্তান গর্ভপাত ঘটিয়েছে। ভূমিষ্ট হওয়ার আগে নাকি পরে মারা গেছে তা অবশ্য স্পষ্ট করে বলা কঠিন। নবজাতকের মৃতদেহ দেখে যেহেতু পূর্ণাঙ্গই মনে হচ্ছে, সেহেতু মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে ময়নাতদন্তের বিকল্প নেই। তা যখন করা হয়নি তখন সেটা বলা মুশকিল। তবে স্থানীয়দের অনেকেই বলেছেন,  কোন কুমারি মাতার অবৈধ মেলামেশার ফসলও হতে পারে। নবজাতকের মৃতদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুকজনতার ভিড় জমে। পরে স্থানীয়রা তা মাটি চাপা দেয়।  এই বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এস, আই শফিক রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেও কোন অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।