চিড়িয়াখানায় দর্শনার্থীদের সামনেই এক যুবককে খেলো বাঘ

 

মাথাভাঙ্গা মনিটর: দিল্লি চিড়িয়াখানায় বাঘের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, মাকসুদ (২০) নামের ওই যুবক প্রাচীর টপকে চিড়িয়াখানায় প্রবেশ করেছিলেন। খবরে বলা হয়, তিনি কিভাবে চিড়িয়াখানার ভেতরে পড়লেন সেটা পরিস্কার না। তবে চিড়িয়াখানার পরিচালক অমিতাভ অগ্নিহত্রি দাবি করেছেন, পাঁচিল টপকেই ওই যুবক চিড়িয়াখানায় প্রবেশ করেছেন। ছবিতে দেখা যায়, যুবকটি বাঘের সামনে হাতজোড় করে বসে আছেন। এবং বাঘটি হিংস্রভাবে তার দিকে এগিয়ে যাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, মানুষটি বাঘের মুখে বন্দী। ভীষণ আত্মচিৎকার করছেন। আর কয়েকটি শিশু দূর থেকে বাঘের উদ্দেশে পাথর ছুড়ছে।