গ্রিসে গণভোটের ফলাফলের আগে কোনো আলোচনা নয়

 

মাথাভাঙ্গা মনিটর: গ্রিসে রবিবারের গণভোটের ফল না দেখা পর্যন্ত নতুন করে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে ইউরো জোনের অর্থমন্ত্রীরা। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইওরোজোনের ঋণদাতাদের শর্ত, নতুন ঋণ সহায়তা পেতে হলে করের হার বাড়াতে হবে আর খরচ কমাতে হবে। বিশেষ করে পেনশন বা অন্যান্য কল্যাণমূলক খাতে খরচ কমানোর শর্ত ঋণদাতাদের। তাদের প্রস্তাবিত চুক্তি শেষমেশ শর্তসাপেক্ষে মানতেও রাজি হয়েছিল গ্রিস। তবুও গণভোটের আগে আর নতুন আলোচনা নয় সাফ জানিয়ে দিয়েছে জার্মানিসহ ইওরোজোনের বেশিরভাগ দেশ। আলোচনা ভেঙে দেয়ার ঘোষণার পর গ্রিসের সরকার বলেছে দেশটির জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ঋণদাতাদের কথা শর্তসাপেক্ষে মানতে রাজি হলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই রবিবারের গণভোটে গ্রিসের জনগণকে জোরালোভাবে না ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন জনগণের বেতন ভাতার উপর কোন কাটছাঁট হবে না। রবিবারের গণভোটে ঋণদাতাদের শর্তে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে গ্রিসের জনগণকে। এখন সবকিছু নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর।