গুজব ছড়িয়ে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন

এমপি টগরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সাথে ইমাম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময়সভা কাল

দর্শনা অফিস: সম্প্রতি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ ও শিশু পাচারের গুজব ছড়িয়েছে। মনগড়া গুজব ছড়িয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারার অপপ্রয়াস চালাচ্ছে একটি কূচক্রি স্বার্থান্বেষী মহল। প্রচারের জন্য ব্যবহার করছে পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের মাইক। অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে যারা নেপথ্যে থেকে কাজ করছে তাদের চিহ্নিত করণে পুলিশ প্রশাসন রয়েছে শক্ত অবস্থানে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠোর আইনি ব্যবস্থা। বর্তমান সরকার যখন দেশের উন্নয়নের মহাসড়কে, ঠিক তখনি স্বাধীনতা বিরোধী অপশক্তি সরকারের এ উন্নয়নের ধারাকে নস্যাতের নীল নকশা তৈরি করছে। এ নকশার অংশ হিসেবেই শান্তপ্রিয় মানুষগুলোর মনে ভুল ধারণা ও আতঙ্ক সৃস্টি করছে। ইতোমধ্যেই শান্তিপ্রিয় সচেতন মানুষ গুজব প্রমাণিত করেছে। তবুও গুজব রটাতে থেমে নেয় সরকার বিরোধীরা। সাধারণ মানুষকে সচেতন ও অরাজকতাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলার সকল জামে মসজিদের পেশ ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময়সভার আয়োজন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সকল ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সভার আয়োজক ও প্রধান অতিথি এমপি আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন ও চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।