দর্শনায় আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এমপি টগর

সব ধরনের ঘাটতি পূরণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার

দর্শনা অফিস: আধুনিক বাংলার রুপকার, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র জনগণের মাঝে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী ও জঙ্গি প্রতিরোধে করণীয় বিষয়ে শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গার তিতুদহ, বেগমপুর, নবগঠিত গড়াইটুপি ও নেহালপুর ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি টগর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবরের সুযোগ্য কন্য, গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আ.লীগের সভানেত্রী শেখ হাসিনার দুরর্শিতা ও বুদ্ধি মাত্তায় দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পেয়েছে। হয়েছে দেশের সার্বিক উন্নয়ন। দেশ থেকে দুর হয়েছে দুর্নীতি। সব ধরনের ঘাটতি পূরণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার। তাই আসুন শেখ হাসিনার নেতৃত্বে জণগণের কল্যাণে কাজ করি। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে, তা সাধারণ মানুষের মধ্যে ছড়াতে হবে। সরকার বিরোধীদের অপপ্রচার রুখতে হবে আপনাদেরই। বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, বিল্লাল হোসেন, হামিদুল্লাহ, আব্বাস আলী মেম্বার, কোরবান আলী, মেসকাত আলী, হাফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, বাবুল আক্তার, হায়দার আলী, রাসেদ, নজরুল ইসলাম, আনসার আলী, মতিয়ার রহমান, আ. মোমিন মাস্টার, আলী কদর মেম্বার, খবির উদ্দিন বিশ্বাস, মিজানুর রহমান টিপু, আ. মোতিন খোকন, ফাতরুজ্জামান, মনিরুজ্জামান মনি, আ. লতিফ মেম্বার, নাজিম উদ্দিন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, সোলায়মান কবির, আব্দুস সালাম ভুট্টো, মামুন শাহ, মান্নান খান, আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, শাহীন আহম্মেদ, রাহিদুল ইসলাম, আহসান হাবীব, আজাদ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, লোমান, অপু সরকার, রায়হান, মাসুম, রবিউল, মোহাম্মদ প্রভাত, রকি, হৃদয়, মাসুদ, আক্তার, সেলিম, সুমন প্রমুখ।