খ্যাপা কুকুরের উৎপাতে চুয়াডাঙ্গা শহরে বেরহওয়ায় দায়

একাডেমি মোড় ও মাছের আড়ৎ পাট্টিসহ পার্শ্ববর্তী এলাকায় বেশ ক’জনকে কামড়েছে কুকুরে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় বেওয়ারিশ খ্যাপা কুকুরের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের একাডেমি মোড় থেকে শুরু করে স্টেশন এলাকার কমপক্ষে ৮ জনকে কামড়েছে কুকুরে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একের পর এক কুকুরে কামড়ে ক্ষতবিক্ষত করলেও কুকুর নিধনের নূন্যতম উদ্যোগ নেই। কমিশনারদের সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন, উচ্চ আদালতের নাকি বারণ আছে। অথচ বেওয়ারিশ কুকুরের কারণে শিশু-কিশোরদের রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি বেলগাছি এলাকায় গণহারে কুকুরে কামড়ের পর গতকাল একাডেমি মোড়সহ স্টেশন এলাকায় বেশ ক’জনকে ক্ষেপা কুকুরে কামড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে, একাডেমি মোড়ে কুকুরে কামড়েছে পরিবহন শ্রমিক সেলিমকে (২৫)। তার বাড়ি আলমডাঙ্গার গোবিন্দপুর। সে মুক্তা পরিবহনের সুপারভাইজার। এদিকে একইদিন সকাল  সোয়া ৬টার দিকে চুয়াডাঙ্গা মাছের আড়তে খ্যাপা কুকুরে কামড়দেয় আরামপাড়ার নুর ইসলামের ছেলে মৎস্যব্যাবসায়ী আবু সাঈদ বিপ্লবকে (৩৫)। এছাড়াও বেশ ক’জনকে কামড়েছে বলে জানা গেছে।